ড্রাইভিং শিখুন মাত্র ৬০০০/- হাজার টাকায়

????♂আসসালামু আলাইকুম ওয় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ????কাজী ড্রাইভিং টেনিং স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সু-স্বাগতম,,,,,
????????) বাংলাদেশ সরকার বি আর টি এ কর্তৃক অনুমোদিত একটি ড্রাইভিং ট্রেনিং স্কুল,
রেজিস্ট্রেশন নাম্বার ১২৯/২০১৯......
????ড্রাইভিং শিখার পাশাপাশি ইঞ্জিন মেকানিক্যাল ট্রাফিক আইনকানুন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি ????হাউস পার্কিং, ব্যাক পার্কিং, জিগজ্যাক পার্কিং, রোড র্যাম্প, এল পার্কিং সম্পর্কেও প্রশিক্ষণ দিয়ে থাকি ????অটো গিয়ার গাড়ি দিয়ে ও ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় ????ম্যানুয়েল গিয়ারের গাড়ি দিয়েও ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় ????মহিলাদের জন্য রয়েছে ড্রাইভিং শেখার সুব্যবস্থা,,, ????বিদেশগামীদের স্বল্প সময়ে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি,,, ????সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীতে যারা চাকরির জন্য আবেদন করবে তাদের জন্য রয়েছে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা,, ????ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করা হয় ????বিভিন্ন থানা জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে ????কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলে অভিজ্ঞ এবং দক্ষ ট্রেনিংপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারাই প্রশিক্ষণ দেওয়া হয় ????অটো গিয়ারের গাড়ি দিয়ে এক মাসের কোর্স ফি (৬০০০) ছয় হাজার টাকা ????ম্যানুয়াল গিয়ারের গাড়ি দিয়ে এক মাসের কোর্স ফি (৮০০০)আট হাজার টাকা ????প্রতিদিন( ১)এক ঘন্টা করে ক্লাস টাইম (২০)বিশ মিনিট গাড়ি চালানো এবং (৪০)চল্লিশ মিনিট সড়কে চলার বিভিন্ন প্রকারের প্রশিক্ষণ ????ফুল কোর্স( ১)এক মাস (২৬) ছাব্বিশ দিন ড্রাইভিং প্রশিক্ষণ (৪) চার দিন ইঞ্জিন মেকানিক্যাল ট্রাফিক আইন কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়,, ✍ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা হয়, যাতে করে কোনভাবেই দালালের প্রতারিত হতে না হয়,,,, ????♂একজন ড্রাইভিং শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে আদর্শ স্মার্ট এবং দক্ষ চাল তৈরি করাই কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের একমাত্র লক্ষ্য কাজী ড্রাইভিং ট্রেনিং ইস্কুলে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে পৃথিবীর যেকোন প্রান্তে নির্ভুলভাবে গাড়ি চালাতে পারবে ইনশাআল্লাহ।।। ????00168-666 3574 ????0197-666 3574 Gmail.kazidrivingschool74@gmail. com fb.kazi Driving traning school ????ঠিকানা,,,৭৫ শাহামাখদুম এভিনিউ রোড,, সেক্টর ১২,উত্তারা ঢাকা ১২৩০।